close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জিতে বিদায় অ্যাতলেটিকোর, হেরেও রাউন্ড অফ ১৬ তে বোতাফোগো

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রোমাঞ্চ, নাটক আর গোল ব্যবধানের গাণিতিক হিসাব—সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে জমজমাট এক নাটকীয়তা দেখা গেল সোমবার।..

একদিকে জয় পেয়েও বিদায় নিতে হলো স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে, অন্যদিকে হেরেও পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোজ বোল স্টেডিয়ামে বোতাফোগোর মুখোমুখি হয় অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় দিয়েগো সিমিওনের দল। পুরো ম্যাচে তারা নেয় ২৩টি শট। প্রথমার্ধে গোল না পেলেও ৪৫তম মিনিটে পেনাল্টির দাবি তোলে অ্যাতলেটিকো, তবে ভিএআরের সহায়তায় তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে দু'দলই একাধিক পরিবর্তন আনলেও ম্যাচে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে অ্যাতলেটিকো শিবিরে স্বস্তি এনে দেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। আলভারেজের পাস থেকে গোলটি করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।

তবে জয় দিয়েও শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেনি অ্যাতলেটিকো। কারণ, সমান সংখ্যক ৬ পয়েন্ট অর্জন করেছিল পিএসজি, বোতাফোগো এবং অ্যাতলেটিকো—তিন দলই। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজি, দ্বিতীয় হয়েছে বোতাফোগো এবং গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় হয়ে বিদায় নিতে হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদকে।

একই দিনে গ্রুপের আরেক ম্যাচে সিয়াটেল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। ম্যাচে ফরাসি ক্লাবটির হয়ে একটি করে গোল করেন আক্রমণভাগের দুই তারকা হাকিমি ও খভিচা ভারাতস্কেলিয়া।

৩ ম্যাচে তিনটিতেই হেরে আসর শেষ করেছে সিয়াটেল সাউন্ডার্স।

Aucun commentaire trouvé