close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
২০২৬ যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল..

স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হবে এই প্রস্তুতিমূলক সিরিজ। রাউন্ড রবিন ফরম্যাটে আয়োজিত এই সিরিজে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ১০ আগস্ট অনুষ্ঠিতব্য ফাইনালে।

১৬ দিনব্যাপী এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৫ জুলাই। সব ম্যাচই হবে হারারের দুই ভেন্যু—সানরাইজ স্পোর্টস ক্লাব ও হারারে স্পোর্টস ক্লাবে। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে প্রতিটি ম্যাচ।

উদ্বোধনী দিনে সানরাইজ স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের দ্বিতীয় দিন একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর ২৮ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাকি ম্যাচগুলোও রাউন্ড রবিন অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

Inga kommentarer hittades