২১ মে বুধবার ভোরে উপজেলার খৈলকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে এবং শহিদুল ইসলাম গজারীকুড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।র্যাব জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপযোগে রওনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে খৈলকুড়া এলাকার মিজান কারওয়াশ সংলগ্ন পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৪’র সদস্যরা। এসময় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে আব্বাস আলী ও শহিদুলকে আটক করা হয়।পরে পিকআপ থেকে তাদের হেফাজতে থাকা ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এটিএম আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুপুরে তাদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan



















