ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নুরুল আলমের নেতৃত্বে বিজিবি’র একটি টহরদল অভিযান চালিয়ে উপজেলার গোমড়া এলাকা থেকে ভারতীয় ৩৪৮পিস মদ জব্দ করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৫লাখ ২২ হাজার টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ৩৯বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ঘন্টা সদা জাগ্রত থেকে দ্বায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली