গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বৈরাগীরহাট সংলগ্ন ঝিড়াই গ্রাম থেকে পুরান ঝিড়াই ঈদগাহ মাঠ পর্যন্ত একটি রাস্তা ছিল গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন অবশেষে সেটি বাস্তবায়িত হয়েছে।
দীর্ঘদিন ধরে ঝিড়াই ও আশেপাশের গ্রামের মানুষের যাতায়াতের জন্য একটি সুষ্ঠু রাস্তার অভাব ছিল। নানা প্রতিকূলতা সত্ত্বেও এলাকাবাসী ও মানবিক সংগঠন ‘মানবতার ঘর’-এর সম্মিলিত উদ্যোগে গতকাল প্রায়ই ১.১ কিলোমিটার কাঁচা সড়ক নির্মিত করা হয়।
এখন থেকে এই রাস্তা দিয়ে সহজে এবং নিরাপদে চলাচল করতে পারবেন গ্রামবাসীরা। এ উন্নয়ন শুধু যাতায়াতই সহজ করবে না, বরং গ্রামীণ অর্থনীতি, কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ উদ্যোগের পেছনে যাঁরা পরিশ্রম, অর্থ কিংবা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে 'মানবতার ঘর'। তারা জানিয়েছে, “এভাবেই আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই সুন্দর ও সমৃদ্ধ গ্রামের পথে।”
স্থানীয় একজন বলেন,"এই রাস্তা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল। রাস্তা হওয়ায় আমরা খুবই খুশি। মানবতার ঘর এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই এই উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।"
মানবতার ঘর সংগঠনের সভাপতি কাওছার ইসলাম রাহাত বলেন,"ঝিড়াই গ্রামের এই রাস্তাটি মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের একটি প্রতীক। আমরা মানবতার ঘর সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করি, সত্যিকারের সামাজিক দায়বদ্ধতা থেকে। এই রাস্তাটি বাস্তবায়নে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, পাশে থেকেছেন—সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা বিশ্বাস করি, মানুষের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় পুরস্কার। এভাবেই আমরা মানবিক গ্রাম ও সমাজ গড়ার পথে এগিয়ে যাবো।"
এই রাস্তা যেন ভবিষ্যতেও রক্ষণাবেক্ষণ করা হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে, সেই প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী।