ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা'-য় নারীর অধিকার সুনিশ্চিত করার অভিহিতকরণ উপলক্ষে ঝালকাঠিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৪ অক্টোবর, বিকেলে ঝালকাঠি পৌর বিএনপির আওতাধীন ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন চর এলাকায় মূলত নারীদের নিয়ে এই উঠান বৈঠকটি আয়োজিত হয়।
প্রধান অতিথির বক্তব্য
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “বিএনপি চেয়ারপারসন সবসময় নারীর অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন। নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে তাদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কাজ করেছে বিএনপি।” তিনি আরও জোর দিয়ে বলেন, “রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে বেশ কয়েকটি দফায় নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও ভূমিকা আরও সুসংহত হবে।”
অন্যান্য বক্তাগণ
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এই উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন।
বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট খান শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আ. রাজ্জাক রনি, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ঘরামী, যুবদল নেতা ইয়াসির আরাফাত মিঠু, ছাত্রদল নেতা আহমেদ সালাউদ্দিন, শ্রমিক দল নেতা মো. নাসির হাওলাদার, মো. হেমায়েত হোসেন হাওলাদার ও মো. আরিফ হোসেন প্রমুখ।
গণসংযোগ
উঠান বৈঠক শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন ধানের শীষের পক্ষে নতুন চর এলাকার ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।