ঝালকাঠি: 'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৩ অক্টোবর ২০২৫) সোমবার ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন ঝালকাঠির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমের ওপর এক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শন করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা ও পূর্ব প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায় ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য।
উপজেলাতেও পালিত হলো দিবস:
এদিকে, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া এবং নলছিটিতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এসব উপজেলায় র্যালি ও আলোচনা সভার পাশাপাশি জনসচেতনতামূলক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পর্যায়ের কর্মসূচিতে ফায়ার সার্ভিসের কর্মীরা সাধারণ মানুষকে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন দ্রুত ও নিরাপদে নেভানোর কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এই ধরনের প্রশিক্ষণ সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিক দুর্যোগ মোকাবেলা এবং ক্ষয়ক্ষতি কমানোর সক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে আয়োজকরা জানান।
জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা র্যালি, মহড়া ও আলোচনা সভায় অংশ নেন।