close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠিতে ৫৩০ পিস ইয়াবা সহ ডিবি পুলিশের কাছে আটক দুইজন।

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ আগস্ট) গভীর রাতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাপুরিয়া পট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে একটি দল প্রথমে পালবাড়ী রোডস্থ শেখ মুজিব গলির মুখে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আব্দুল্লাহ আল জোবায়ের (২১) নামের এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে থাকা ইয়াবার কিছু অংশ ড্রেনে ফেলে দিয়েছে এবং বাকি ট্যাবলেট তার বন্ধু তাসিন কাজীর বাসায় রাখা আছে।

এরপর পুলিশ দল স্থানীয় সাক্ষীদের সাথে নিয়ে কাপুরিয়া পট্টি এলাকার তাসিন কাজীর তিন তলা বাড়িতে অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর রাত ৪টা ১০ মিনিটে বাড়ির গেইট খুললে ডিবি পুলিশ তৃতীয় তলার ফ্ল্যাটে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদে তাসিন কাজী স্বীকার করে, ৭/৮ দিন আগে বন্ধু জোবায়ের একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো প্যাকেট তার কাছে রেখে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয় পেয়ে সেটি জানালা দিয়ে নিচে ফেলে দেন। পরে তা উদ্ধার করে গণনা করা হলে মোট ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে দুই আসামির বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ।

মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান এলাকায় প্রশংসিত হলেও এলাকাবাসী চায়, শুধু জব্দ বা গ্রেপ্তারের মধ্যে অভিযান সীমাবদ্ধ না রেখে মাদকের উৎস চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Keine Kommentare gefunden