close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠির কাঁঠালিয়ার কচুয়াতে সোস্যাল ইউনিটি বর্ণালী গ্রন্থাগারের উদ্বোধন ও দোয়া মাহফিল।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****

ঝালকাঠির জেলার কাঁঠালিয়া উপজেলার কচুয়াতে সেচ্ছাসেবী তরুন যুব ও ছাত্রদের প্রচেষ্টায় আত্মপ্রকাশ হয় সোস্যাল ইউনিটি বর্ণালী গ্রন্থাগার।এটি একটি সামাজিক ও অরাজনৈতিক সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। আজকে সন্ধ্যায় এর উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

 

এসময় বক্তারা বলেন এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। এখানে এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষ এসে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে। আরো বলেন একটি বই ১০০ টি বন্ধুর সমান।

এ গ্রন্থাগারে বহু ধরনের বই রয়েছে যেমন স্বাধীনতার ইতিহাস ও দলিল,রাজনীতি বিষয়ক,সাংবাদিকতা বিষয়ক এছাড়াও ইসলামি জ্ঞান মূলক সহ নানা ধরনের বই রয়েছে। আরো সংগ্রহ করার ইচ্ছে পোষণ করেন। বক্তরা বলেন এটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত সকলের সেবায় নিয়োজিত।

 

আগে বাজারের একটি ভবনের দোতলায় এর কার্যালয় থাকলে বর্তমানে কচুয়া বাজারের স্কুল সংলগ্ন রাস্তার পাশে কার্যালয় নেওয়া হয়েছে।তারা বলেন এতে আশা করি যুব ও তরুনরা সাধারণ জ্ঞান সহ নানাবিধ জ্ঞান লাভ করে নিজের জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারবেন। যুব ও তরুনদেরকে মাদক এর ভয়াবহতা বুঝাতে সঠিক জ্ঞানের কোন বিকল্প নেই।

 এর পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন কার্যক্রম শেষ হয়।

Ingen kommentarer fundet