আজ ২৮/০৭/২৫ তাং রোজ সোমবার তালগাছিয়া(কাঠালিয়া, ঝালকাঠি) ইমদাদিয়া খানকা আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে শৌলজালিয়া ইউনিয়ন ব্যাপী সামাজিক অন্যায়-অবক্ষয় প্রতিরোধ কমিটির ব্যানারে ১ হাজার পিস নিম গাছ রোপনের কার্যক্রম
এরই ধারাবাহিকতায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়,শৌলজালিয়া রক্তের বন্ধন, শৌলজালিয়া তাহফীজুল কুরআন মাদ্রাসা ও দক্ষিণ শৌলজালিয়া কমিউনিটি ক্লিনিকে তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব কিছু গাছ উপহার দেন।
এরপরে তিনি সৌজন্য সাক্ষাৎকারে শৌলজালিয়া হক্কোননূর দরবারের গদ্দীনশিন পীর সাহেবের সাথে সাক্ষাৎ করেন,এসময় তালগাছিয়ার বর্তমান পরর সাহেব এর সাথে তাহার সফর সঙ্গীরাও উপস্থিত ছিলেন।সম্মানিত পীর সাহেবের কাছ থেকে গাছগুলি গ্রহণের সময় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র বৃন্দ, শৌলজালিয়া রক্তের বন্ধন সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদেরকেও মহামূল্যবান গাছ উপহার দেন।