আজ ২৭শে জুলাই ২০২৫, ঝালকাঠি জেলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব কাওছার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠি সদর জনাব ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার রাজাপুর জনাব রাহুল চন্দ, উপজেলা নির্বাহী অফিসার কাঠালিয়া জনাব জহিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, জেলা ক্রীড়া অফিসার সহ অনেকে।
উদ্বোধনী দিনে ঝালকাঠি সদর বনাম রাজাপুর এবং নলছিটি বনাম কাঠালিয়ার মধ্যে দুটো খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ঝালকাঠি এবং জেলা ক্রীড়া সংস্থা ঝালকাঠির যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে।