ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১২ অক্টোবর রাতে রাজাপুরের পুটিয়াখালী বাজারে সংঘর্ষের সূত্রপাত হয়।
গাড়িবহর ঘিরে সংঘর্ষ: আহত ১০
জানা যায়, ওই রাতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কাঁঠালিয়াতে ফিরছিলেন। অন্যদিকে, অপর মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল কাঁঠালিয়ার আমুয়াতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট শেষ করে রাজাপুরে ফিরছিলেন। পথে মিরের হাটের সোনালী মোড়ে তাদের গাড়িবহরকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়, যা একপর্যায়ে হামলায় রূপ নেয়।
গোলাম আজম সৈকত দাবি করেছেন, এই হামলায় তার অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ
এই ঘটনার পর দুই নেতাই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিচারের দাবি জানিয়েছেন। এর ফলে নির্বাচনী এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এরই ধারাবাহিকতায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কাঁঠালিয়াতে গোলাম আজম সৈকত ও রফিকুল ইসলাম জামালের অনুসারীরা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছেন। এতে এলাকায় ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সমাবেশে নেতৃত্ব
গোলাম আজম সৈকতের পক্ষে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা হেলাল জমাদ্দার। অন্যদিকে, রফিকুল ইসলাম জামালের পক্ষে উপজেলা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম তুষার এবং জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিম মুন্সি নেতৃত্ব দেন। উভয় পক্ষের কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।