ঢাকা: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ছয়জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে মাত্র দুজনকে জরুরি তলব করা হয়েছে রাজধানীর গুলশান কার্যালয়ে। কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল এবং সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত—এই দুজনই ডাক পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ বৈঠকে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের পরই চূড়ান্তভাবে মনোনয়নপ্রাপ্তদের সবুজ সংকেত দেওয়া শুরু হবে।
বৈঠকে ডাক পেলেন যারা:
এই আসনে আরও মনোনয়নপ্রত্যাশী ছিলেন হাবিবুর রহমান সেলিম রেজা, ব্যারিস্টার মঈন আলম ফিরোজী, কর্নেল (অব.) মোস্তাফিজ এবং জাকিরিয়া লিংকন। তবে ছয়জনের মধ্যে শুধু রফিকুল ইসলাম জামাল ও গোলাম আজম সৈকতকেই আজকের বৈঠকে ডাকা হয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি তদারকি:
দলীয় সূত্রে জানা গেছে, এবার মনোনয়নের বিষয়টি সরাসরি এবং অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনটি ভিন্ন ভিন্ন মাধ্যমে নির্বাচনী এলাকার মাঠপর্যায়ের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্যের সমন্বয় করে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
দলের কেন্দ্রীয় এক দায়িত্বশীল নেতার ভাষ্য, "আগের মতো দলের হাই-প্রোফাইল নেতাদের পেছনে ছুটে এখন আর কোনো লাভ হচ্ছে না। আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও জনপ্রিয়তায় যারা প্রথম সারিতে রয়েছেন, এবং ২০১৮ সালের নির্বাচনে যারা মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন, মূলত তারাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে ডাক পাচ্ছেন।"
বৈঠকের সময় ও বিশেষ নির্দেশনা:
বিকেল ৪টায় গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, মনোনয়নপ্রত্যাশীদের দুপুর ৩টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। গুলশান অফিস এলাকায় যানজট ও ভিড় এড়াতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীরা গুলশান অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকি পথ হেঁটে অথবা অন্য কোনো বাহনে অফিসে যেতে বলা হয়েছে।
দক্ষিণাঞ্চলের ৬০ প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলবেন তারেক রহমান:
উল্লেখযোগ্য যে, ঝালকাঠি-১ আসনসহ বরিশাল অঞ্চলের মোট ২০টি নির্বাচনী এলাকার বিএনপিদলীয় ৬০ জন মনোনয়নপ্রত্যাশীকে এই সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলতি মাসের শেষ দিক থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই দক্ষিণাঞ্চলের প্রার্থীরা চূড়ান্তভাবে সবুজ সংকেত পাবেন বলে জানা গেছে।



















