close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহিদুলের পদত্যাগ..

Nahid Hasan Shamrat avatar   
Nahid Hasan Shamrat
****

জবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তিনি লেখেন, "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সঙ্গত আন্দোলন ও সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও লেখেন, "আমি এই সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে সংগঠনের কল্যাণে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

পদত্যাগের বিষয়ে তাওহিদুল ইসলাম গনমাধ্যমকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আমার যারা সহযোদ্ধা ছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা,ভালবাসা সব সময় থাকবে। তবে বর্তমানে গনঅধিকার পরিষদের কার্যক্রম ও চিন্তাভাবনার সাথে আমার পার্থক্য হওয়ার কারনে এবং একান্ত ব্যক্যিগত কিছু কারনে আমি ছাত্র অধিকার পরিষদ,জবি শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।

 

উল্লেখ্য, তাওহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

לא נמצאו הערות


News Card Generator