close
লাইক দিন পয়েন্ট জিতুন!
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে কাজলা এলাকায়, যেখানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্টভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা স্বামী-স্ত্রী। পুরুষের বয়স আনুমানিক ৭০ বছর এবং নারীর বয়স প্রায় ৬০ বছর। পুরুষের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা, আর নারীর পরনে ছিল কালো বোরখা।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হোসেন দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ‘কাজলা পেট্রল পাম্পের অদূরে পকেট গেইট দিয়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্টভ্যানটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান এবং তার মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন ঢামেক মর্গে রাখা হয়েছে।’
এসআই কাউছার আরও জানান, পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশের পক্ষ থেকে কাভার্টভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং নিহতদের পরিচয় উদঘাটনে তৎপরতা চালানো হচ্ছে।
এই দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা বলেন, ‘যানবাহনের বেপরোয়া গতি ও অসচেতনতার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।’
পুলিশের তদন্ত প্রক্রিয়া চলমান এবং তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।
No comments found