close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও মেলা উদ্বোধন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও মেলা উদ্বোধনের ঘটনা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে '২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আাসদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.শরিফ ইকবাল, স্বাস্থ্য পরিদর্শক গাজী সালাউদ্দীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আবেদা সুলতানা, অ্যাডভোকেসী ও জেন্ডার  অফিসার উজ্জ্বল কুমার পাল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় মেলার উদ্বোধন করা হয়। উক্ত মেলা (২৮ মে থেকে ৩ জুন) উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অনুষ্ঠিত হবে।

没有找到评论


News Card Generator