সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ৮টায় দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে আছি।' তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করবে।
এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'আমরা দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।'
গতকাল সোমবার (০৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, জাতীয় নাগরিক পার্টির নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। সকাল ১০টায় এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। তাদের লক্ষ্য জনগণের অধিকার আদায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা।



















