close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The final results of the 2022 LLB program under National University have been published. Students can check their results online now.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ করা হয়েছে। ফল জানতে পরীক্ষার্থীরা এখন ওয়েবসাইটে প্রবেশ করছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এলএলবি (ব্যাচেলর অব ল’স) শেষ পর্বের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম। বুধবার (আজ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট www.nu.ac.bd/results -এ গিয়ে তাদের রেজাল্ট দেখতে পারবেন।

এবারের ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করায় একযোগে বিপুল সংখ্যক শিক্ষার্থী লগইন করতে গিয়ে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উত্তেজনা ও উৎকণ্ঠার কথা জানাচ্ছেন।

২০২২ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুরু হয়েছিল ২০২৫ সালের ১০ জানুয়ারি এবং তা শেষ হয় ৮ মার্চে। দীর্ঘ সময় ধরে ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন দেশজুড়ে বিভিন্ন কলেজে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থী। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটলো।

এলএলবি প্রোগ্রামটি বাংলাদেশের আইন শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আইনজীবী হওয়ার পূর্বশর্ত পূরণ করে থাকেন। তাই শেষ পর্বের ফলাফল অনেকের পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ফলাফলে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি থাকলে তা লিখিতভাবে সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে অবহিত করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

এদিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎসাহ ও স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে, তেমনি অনেকে আছেন যারা কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ হয়েছেন। তবে সবার পক্ষ থেকেই দাবি উঠেছে, ফলাফল যেন স্বচ্ছ ও নির্ভুল হয় এবং ভবিষ্যতে যেন আরও দ্রুত ফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। এর অধীনে দেশের বিভিন্ন কলেজে লাখ লাখ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা গ্রহণ করে থাকে। এলএলবি কোর্সটিও সেই ধারাবাহিকতায় অন্যতম চাহিদাসম্পন্ন একটি প্রোগ্রাম।

コメントがありません