মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত সেই আবেদনের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসিকিউশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জিন্নাত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ মামলায় জামিন খারিজ হওয়া অন্য আসামিরা হলেন—
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)
• মো. আব্দুল্লাহ আল আমিন
• মঞ্জুরুল আলম
• কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল
• গোলাম মোস্তফা
• মো. মহিউল ইসলাম ওরফে বাবু
• মো. জাকির হোসেন
• মো. তৌছিফুল বারী খান
• মো. আমির হোসেন সুমন
• মো. আল আমিন
• মো. নাজমুল আহসান
• সৈয়দ শাহেদ হাসান
• মো. শফিকুল ইসলাম দেলোয়ার
• দেওয়ান মোহাম্মদ আলী
• মো. আব্দুল্লাহীল কাইয়ুম
শাহবাগ থানার এই মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায় করা হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে মামলার অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে জামিনের আবেদন জানাবেন। অন্যদিকে প্রসিকিউশন বলছে, মামলার তদন্তের স্বার্থেই আসামিদের আটক রাখা জরুরি।
আইনজ্ঞরা মনে করছেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ একাধিক শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মীর এ মামলায় আসামি হওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেবে।