পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ধোধন করেন। নকআউট পদ্ধতির উদ্ধোধনী খেলায় মেলান্দহ ফুটবল একাদশ ১-০ গোলে নকলা ফুটবল একাদশকে পরাজিত করেছে।
খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করবে। 
খেলার মূল আকর্ষণ  ১৬ টি দল অংশগ্রহণ করার পর  চূড়ান্ত বিজয়ী হবেন যারা তারা পাবেন। 
চ্যাম্পিয়ন : ২ ভরি স্বর্ণ 
রানার্স আপ : ১ ভরি স্বর্ণ 
গোল্ডকাপ টুর্নামেন্ট’র সভাপতি ফজলুল কাদের হেলাল এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির এবং খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
					
					
					
					
					
					
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			