close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জের সাচনা বাজারে সড়ক সংস্কারের কাজের  উদ্বোধন

Abdus Samad avatar   
Abdus Samad
****


 আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ (সুনামগঞ্জ)  প্রতিনিধি  ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের খানাখন্দে ভরা রাস্তার সংস্কার কাজের  উদ্বোধন করা হয়েছে।  বুধবার (৭মে)সকালে উপজেলার সাচনা বাজারে আল ভান্ডারি হোটেলের সামনে থেকে শুরু করে সিএনজি স্টেশন  পর্যন্ত ৩১১ফিট রাস্তার খানাখন্দে ভরা  সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব,সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, সাচনা বাজার বণিক কল্যান সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল,সহ সভাপতি মোঃ রজব আলী,সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ,সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ,সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, দেশ-প্রবাসের সভাপতি নুরুল হক,ঠিকাদার আব্দুর রহিম,নবী হোসেন,পাবেল আহমদ প্রমুখ। 

জানা যায়, সাচনা বাজার থেকে সিএনজি স্টেশনের রাস্তাটি ছিলো খানাখন্দে ভরপুর,এককথায় মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল। রাস্তাটির সংস্কার নিয়ে দীর্ঘদিনের দাবি থাকার সত্বেও তা পূরণ হয়নি। পড়ে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। রাস্তাটি সংস্কারের জন্য পার্ট (এ) মেসার্স মনির এন্টারপ্রাইজের ঠিকাদার আব্দুর রহিমকে ১শত ৯০ ফিট দৈর্ঘ্য ও ১৮ফিট প্রস্থে কাজ করার জন্য ১০লক্ষ টাকা বরাদ্দ   এবং পার্ট (বি) তাহরিন এন্ড মামনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার নবী হোসেন কে ১শত২১ ফিট দৈর্ঘ্য ও ২১ফিট প্রস্থে ১০লক্ষ টাকা বরাদ্দ দিয়ে দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

Inga kommentarer hittades