১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা রহিছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর ও আব্দুল কাদির সরকারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।



















