জামালগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি 
 
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বাস্থ্য সহকারীদের নানা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার  (২৪ জুন ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
 
স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বঘোষিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনের পূর্বে সতর্কতা ও স্নাতক/সমমান সংযুক্ত করার দাবি জানানো হয় কর্মসূচিতে। এছাড়াও, ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা, পূর্ববর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
 
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ কাউসার  বলেন,
"আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে, কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হচ্ছে না। বহু বছর ধরে অবহেলিত থেকে যাচ্ছি। তাই আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
 
সাধারণ সম্পাদক  রুহুল আমিন বলেন,
"১৪তম গ্রেডের মতো মৌলিক দাবি বাস্তবায়ন না হলে স্বাস্থ্যখাতের মাঠ পর্যায়ে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হতে পারে। সরকারকে আমরা অনুরোধ করছি দ্রুত দাবি পূরণের ব্যবস্থা নিতে।"
 
উল্লেখ্য, কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণভাবে ব্যানার, ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন।
 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালগঞ্জ উপজেলা শাখার  সভাপতি মোঃ কাউসার, সহ-সভাপতি শামীম মিয়া,সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক বিপ্লব সামান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া,অর্থ সম্পাদক শামীম আহমদ,প্রচার সম্পাদক জায়েদ হাসান,স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রাকিবা খাতুন প্রমূখ।


 
کوئی تبصرہ نہیں ملا


News Card Generator