close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইউনূস-মোদি বৈঠক আয়োজনে দিল্লিকে ঢাকার চিঠি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারত সরকা..

বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যম এএনআই এই তথ্য জানিয়েছে। জানা গেছে, বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে দুই নেতা আগামী ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করবেন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এএনআইকে জানান, "বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের প্রচেষ্টা চলছে। এ বিষয়ে আমরা ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।"

এদিকে, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক নির্ধারিত রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ৮ম ভারত মহাসাগর সম্মেলনের পার্শ্ব আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। সে সময় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ইউনূস-মোদি বৈঠক হলে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন মাত্রা যোগ হতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হতে পারে।

 

کوئی تبصرہ نہیں ملا