close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইউএনও'র নির্দেশে আবারো মসজিদের এসি চালু-মুসল্লিদের স্বস্তি..

Juwel Hossain avatar   
Juwel Hossain
বুধবার দুপুর ৩টার দিকে মসজিদের সাধারণ সম্পাদক ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।..

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের জামে মসজিদের ছয়টি এসি চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল। এতে বিক্ষুব্ধ মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার দুপুর ৩টার দিকে মসজিদের সাধারণ সম্পাদক ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সংবাদমাধ্যম  বলেন, ইউএনও স্যার মোয়াজ্জেমকে এসি চালু করার অনুমতি দিয়েছেন। পরে আমিও তাকে বলে দিয়েছি, যেন এসিগুলো চালু রাখা হয়।

স্থানীয় মুসল্লি সোহেল মাহমুদ খাঁন ও নজরুল ইসলাম  জানান, জোহরের নামাজের সময় আমরা মসজিদে এসি পেয়েছি। কোন শর্ত ছাড়াই এসি পেয়েছি। এতে আমরা আনন্দিত। 

তবে এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল মুঠোফোনে কল দিলে কল রিসিভ করেনি।

এর আগে, গতকাল মঙ্গলবার আছরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদের এসি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। মুসল্লিদের অভিযোগ ছিল, ইউএনওর নির্দেশেই এসিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরে বিভিন্ন  অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইউএনও'র নির্দেশে মসজিদের এসি বন্ধ ”  প্রতিবেদন প্রকাশ পেলে  বিষয়টি উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

کوئی تبصرہ نہیں ملا