close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইতালির নতুন কোচ হলেন জেন্নারো গাত্তুসো

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
টানা তৃতীয় বিশ্বকাপ না খেলার হাতছানি দিচ্ছে ইতালি কে। বিশ্বকাপে বাছাই হওয়ার জন্য এইবার নতুন কোচ নিয়োগ দিলো ইতালিয়ান ফুটবল ফেডারেশন।..

আনুষ্ঠানিক ঘোষণার আগেই নতুন কোচের নাম জানিয়ে দিলেন ইতালির সাবেক কিংবদন্তী গোলকিপার জানলুইজি বুফন৷ তিনি বলেন, জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন, যিনি আমার এক সময়ের সতীর্থ৷ নাম তার,  জেন্নারো গাত্তুসো। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো ও খবর কিছুক্ষণ আগে প্রকাশ করেছেন। 

সাবেক কোচ লুসিয়ানো স্পাল্লেত্তির চাকরি চলে যায় মূলত বিশ্বকাপ বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে হেরে। ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইকে শনিবার (১৪ জুন) বুফন নিশ্চিত করেন, ইতালির নতুন কোচ হতে যাচ্ছেন গাত্তুসো। 


তিনি আরো বলেন, আমরা কাজ সেরেছি, এখন বিস্তারিত সবকিছু চূড়ান্ত করার জন্য অপেক্ষা করছি। প্রেসিডেন্ট ও ফেডারেশনের সবাই গত কিছু দিন খুব ব্যস্ত সময় কাটিয়েছি। তবে আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্ত নিয়েছি।’

২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য গাত্তুসো ইতালির হয়ে খেলেছেন ৭৩ ম্যাচ। সবশেষ ক্রোয়েশিয়ার ক্লাব হাইডুক স্প্লিটের কোচ ছিলেন তিনি। দেশটির শীর্ষ লিগে দলটি তৃতীয় হওয়ার পর পারস্পরিক সমঝোতায় কোচের পদ থেকে সরে যান তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির পরবর্তী দুই ম্যাচ এস্তোনিয়া ও ইসরাইলের বিপক্ষে। সেপ্টেম্বরে আন্তজার্তিক বিরতির সময় অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ। এই ম্যাচ দুটি দিয়ে আজ্জুরিদের হয়ে কোচিং ক্যারিয়ার আবার শুরু করবেন গাত্তুসো। 

Nema komentara