close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস

দীর্ঘ এক দশক পর বহুল আলোচিত ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে অপরাধ প্রমাণে ব্যর্থ হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা:

১. তামজিদ আহমেদ রুবেল
২. রাসেল চৌধুরী
৩. মিনহাজুল আরেফিন রাসেল (ভাগ্নে)

আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

খালাস প্রাপ্ত:

১. এম. এ. কাইয়ুম (বিএনপি নেতা)
২. আবদুল মতিন (কাইয়ুমের ভাই)
৩. শাখাওয়াত হোসেন
৪. মো. সোহেল (ভাঙারি সোহেল)

রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত তাদের অব্যাহতি দেন।

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তাবেলা সিজার। তিনি আন্তর্জাতিক সংস্থা ‘আইসিসিও-বিডি’-তে কর্মরত ছিলেন। প্রথমদিকে এটি আন্তর্জাতিক জঙ্গি হামলা বলে দাবি করা হলেও পরবর্তীতে তদন্তে উঠে আসে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ জড়িত থাকার বিষয়।

এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ জুলাই ডিবি পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।

বিচারক রায়ে উল্লেখ করেন, “রাষ্ট্রপক্ষ তিন আসামির বিরুদ্ধে প্রাপ্ত আলামত, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনে সক্ষম হয়েছে। অন্য চারজনের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য ও সাক্ষ্য না থাকায় তারা খালাস পেয়েছেন।”

এই রায়কে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানায়। রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও খালাস পাওয়া আসামিদের পরিবারের সদস্যরা রায়কে ‘ন্যায়ের বিজয়’ বলে মন্তব্য করেন।

Geen reacties gevonden