close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে সেমিনার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সেমিনারে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার দরকারি তথ্য শেয়ার করা হয়।..

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৩০ জুন ‘জাপানে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ওয়ার্ক পারমিট ভিসার সম্ভাবনা’ শীর্ষক একটি গুরুত্বপুর্ণ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকসহ নানা ক্ষেত্রের বিশিষ্টরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, যিনি বক্তব্যে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাপানের উইঙ্কল ইনক. এর সিইও মরিসু নারিতা এবং সামাইরা গ্রুপ ও এমপি ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।

সেমিনারের সভাপতিত্ব করেন প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন এসোসিয়েট প্রফেসর সৈয়দ হাবিব আনোয়ার পাশা, সামাইরা গ্রুপের কো-অর্ডিনেটর রাখি রয়সহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস এন্ড স্টুডেন্ট এফেয়ার্স এর উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা জাপানে পড়াশোনা, স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসার প্রক্রিয়া, এবং জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে বাস্তবধর্মী তথ্য লাভ করেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দুই গ্রাজুয়েট শিক্ষার্থী উম্মে সুমাইয়া হোসেন ও রতনা আকতার বাধন তাদের টোকিওতে ইন্টার্নশিপের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা সবার জন্য জাপানে উচ্চশিক্ষার পথ সুগম করার জন্য উৎসাহ দেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত মো. মনসুরুল হক রাশেদ, যিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে সদ্য স্নাতক ডিগ্রি অর্জন করে জাপানের Mon Napoleon Co. Ltd.-এ পূর্ণকালীন চাকরি পেয়েছেন। এই সাফল্য এসেছে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে জাপানের Samaira Group এবং Othelo Financial Institution-এর বিশেষ চুক্তির মাধ্যমে।

প্রফেসর ড. মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এই ধরনের উদ্যোগ ইস্টার্ন ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক শিক্ষা ও কর্মসংস্থানে শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য বিশ্বমঞ্চে ক্যারিয়ার গড়ার ব্যাপক সুযোগ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেমিনারটি প্রমাণ করল, কেবল শিক্ষাই নয়, আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাশে রয়েছে। ইতোমধ্যে অনেক গ্রাজুয়েট জাপানে পড়াশোনা ও চাকরির সুযোগ পাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

এই সেমিনার থেকে শিক্ষার্থীরা বিদেশে ক্যারিয়ার গড়ার সঠিক পথ ও প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়, যা তাদের ভবিষ্যৎকে নতুন রঙে রাঙাবে।

Nenhum comentário encontrado


News Card Generator