ইসরাইলি হামলায় ফিলিস্তিনে একদিনে নিহত ৭১, মানবিক সংকট চরমে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি সামরিক বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। ইসরাইলের পক্ষ থেকে টানা বিমান হামলা চালিয়ে নিরীহ বেসামরিক
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি সামরিক বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। ইসরাইলের পক্ষ থেকে টানা বিমান হামলা চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ইসরাইল গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ। ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী আল-হক ইসরাইলের এই পদক্ষেপকে চরম প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, তথাকথিত ‘মানবিক নিরাপদ অঞ্চল’ আসলে গাজার জনসংখ্যার উপর আক্রমণ সহজ করার জন্য নির্ধারিত একটি পরিকল্পনা। জাতিসংঘও ইসরাইলি বাহিনীর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষত, গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু বানানো এবং চিকিৎসা সেবায় বাধা প্রদানের মতো অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছে। সংস্থাটি বলেছে, চিকিৎসা সেবার ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল। টানা ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৫৮১-এ, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৮ হাজার ৪৩৮ জন। এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে গাজায় যুদ্ধবিরতির কোনো আশা দেখা যাচ্ছে না। নির্বাচনের আগে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি তিনি। আরব-আমেরিকানদের প্রত্যাশা ছিল ট্রাম্প নির্বাচিত হলে গাজার এই যুদ্ধ বন্ধে বড় কোনো পদক্ষেপ নেবেন। কিন্তু এখনো পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মন্তব্য আসেনি। ফিলিস্তিনের এই মানবিক সংকটের
没有找到评论


News Card Generator