close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইসরাইল-হামাসকে দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার তাগিদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরাইল-হামাসকে দ্রুত একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই তিনদেশ যৌথ এক বিবৃতিতে জানান, আর কোনো সময় নষ্ট না করে যুদ্ধবিরতি নিয়ে আলোচন
ইসরাইল-হামাসকে দ্রুত একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই তিনদেশ যৌথ এক বিবৃতিতে জানান, আর কোনো সময় নষ্ট না করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু করুক ইসরাইল ও হামাস। এরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানিয়েছে, আলোচনার জন্য তাদের প্রতিনিধিরা যাবেন। মিশর বা কাতারে এই শান্তি আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এই মধ্যস্থতা করছে। তারা চাইছে, দ্রুত আলোচনা করে যুদ্ধবিরতি চালু করতে। গত নভেম্বরে ইসরাইল ও হামাস এক সপ্তাহের মতো অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল। সেই সময় দুই পক্ষই কিছু বন্দিকে মুক্তি দেয়। কিন্তু তারপর মধ্যস্থতাকারীদের চেষ্টা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। এই অচলাবস্থার জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করেছে। তিন মধ্যস্থতাকারী দেশ যৌথ বিবৃতিতে বলেছে, ১৫ অগাস্টের মধ্যে দুই পক্ষ যেন আলোচনা শুরু করে। খসড়া সমঝোতা তৈরি। শুধু তার খুঁটিনাটি বিষয়গুলো ঠিক করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মিশরের রাজা আবদেল ফাতাহ আল-সিসি ও কাতারের আমীর শেখ তামিন বিন হামাদ আল-থানির সই করা বিবৃতিতে বলা হয়েছে, আর দেরি করার মতো কোনো সময় নেই, কোনো পক্ষের কাছে কোনো অজুহাতও নেই। এখন যুদ্ধবিরতি চুক্তি করে বন্দিবিনিময় করা প্রয়োজন। ইসরাইলের হিসাব হলো, তাদের ১৩০ জনকে এখনো হামাস বন্দি করে রেখেছে। ইসরাইল, জার্মানি, ইইউ এবং অ্যামেরিকা হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator