close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলের ইরানবিরোধী ভয়াবহ হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। ইউরোপ চায় যুদ্ধ থামুক, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন— ইসরায়েল জিতছে, তাই থামতে বলব না! কী বলছে আন্তর্জাতিক মহল? ক..

মধ্যপ্রাচ্য এক নতুন অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি। ইরানের মাটিতে ইসরায়েল যেভাবে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে, তাতে গোটা বিশ্ব উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ একযোগে আহ্বান জানিয়েছে, যেন এই সংঘাত বন্ধ করা হয় এবং আলোচনার টেবিলে ফেরা যায়। তবে এরই মাঝে হঠাৎ ঘি ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প এক চাঞ্চল্যকর মন্তব্যে জানিয়ে দিয়েছেন— তিনি ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলবেন না। বরং তার যুক্তি, ইসরায়েল এখন জিতছে, তারা খুব ভালো করছে। এমন অবস্থায় জয়ী পক্ষকে থামতে বলা কঠিন।

গত কয়েকদিন ধরে ইউরোপীয় কূটনীতিকরা বারবার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন, যেন তারা ইসরায়েলকে কিছুটা সংযত হতে বলে। তাঁদের মতে, এই অবিরাম হামলায় শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়ছে। এমনকি পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হামলা আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।

কিন্তু ট্রাম্প এইসব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সাংবাদিকদের বলেন, আমি ইসরায়েলকে থামতে বলব না। ওরা জিতছে। জেতা পক্ষকে এমন অবস্থায় থামানো ঠিক না।
তাঁর এই বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।

ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা শুরু করে। টার্গেট করা হয় পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর (IRGC) ঘাঁটিগুলো। এসব হামলায় এখন পর্যন্ত বহু ইরানি নিহত ও আহত হয়েছে।

এই হামলার প্রতিক্রিয়ায় ইরানও চুপ করে থাকেনি। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাত হানছে। এর ফলে যুদ্ধক্ষেত্র এক ভয়ানক রূপ নিচ্ছে, এবং আশঙ্কা করা হচ্ছে এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী হতে পারে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই ধরনের আক্রমণ বিশ্বশান্তির জন্য হুমকি।’
চীন ও রাশিয়া উভয়েই এই সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই উল্টো অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন বরাবরই ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থানে ছিল। তবে এবার বিষয়টি আরও সরাসরি প্রকাশ পেল। বিশেষ করে যখন পুরো বিশ্ব যুদ্ধ বন্ধ চায়, তখন হোয়াইট হাউস থেকে এমন বক্তব্য একপ্রকার ‘তেল ঢালার’ মতো কাজ করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, যদি ইসরায়েল ও ইরান পরমাণু স্থাপনা লক্ষ্য করে আরও বড় আক্রমণে যায়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে। সৌদি আরব, লেবানন, সিরিয়াসহ আশপাশের দেশগুলো তাতে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।বিশেষজ্ঞ ড. হামিদ রেজা বলেন,-ট্রাম্পের এই মন্তব্য ইরানকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলবে। এতে করে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ইসরায়েল-ইরান দ্বন্দ্ব নতুন নয়, তবে এই মুহূর্তে তা মারাত্মক রূপ নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য সমর্থন এই সংকটকে আরও ঘনীভূত করছে।

لم يتم العثور على تعليقات