close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ইসরায়েলি আগ্রাসনে বন্ধ হলো উত্তর গাজার শেষ হাসপাতাল, মানবতার জন্য বিপর্যয়!


ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযানে উত্তর গাজার সর্বশেষ চালু হাসপাতাল কামাল আদওয়ান বন্ধ হয়ে গেছে। শুক্রবার ইসরায়েলি হামলায় হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলো পুড়ে ধ্বংস হয়ে যায় এবং অসংখ্য কর্মীকে আটক করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে।
ডব্লিউএইচও এক্স (সাবেক টুইটার)-এ জানায়, ইসরায়েলের অভিযানে হাসপাতালটি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এই হামলায় হাসপাতালের ৬০ স্বাস্থ্যকর্মী এবং ২৫ রোগীর জীবন এখন হুমকির মুখে। গুরুতর অবস্থায় থাকা রোগীদের পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নেওয়া হলেও সেটিও কার্যকর অবস্থায় নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনী হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ বহু কর্মীকে আটক করে একটি তদন্তকেন্দ্রে নিয়ে গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হাসপাতালটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি এ ঘটনাকে 'সুস্পষ্ট যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে বলেছে, “যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আশ্রয়ে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।”
সৌদি আরব ও জর্ডান এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, উত্তর গাজার শেষ হাসপাতালটির বন্ধ হয়ে যাওয়া মানবিক বিপর্যয়ের নতুন মাত্রা তৈরি করবে। গাজার জনগণের চিকিৎসা সেবা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এই নৃশংসতা শুধু এক দেশের ওপর আক্রমণ নয়, এটি মানবতার ওপর আঘাত।
Nema komentara