close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে: চরমোনাই পীর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Charmonai Pir Syed Muhammad Rezaul Karim said elections are meaningless without proportional representation. He claimed Islamists are united and will come to power in the upcoming election.

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন ছাড়া নির্বাচন অর্থহীন। তিনি দাবি করেন, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ এবং সামনের নির্বাচনে ইসলামের পক্ষের লোকরাই ক্ষমতায় আসবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা এবং দৃশ্যমান বিচার ও মৌলিক রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনের আয়োজন অর্থবহ হবে না।

২০ আগস্ট বুধবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজকের দিনে ইসলামপন্থীরা আগের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। তার বিশ্বাস, জনগণের আস্থা ও সমর্থন ইসলামের পক্ষে থাকা শক্তিগুলোর দিকেই প্রবাহিত হচ্ছে, এবং তাই সামনের নির্বাচনে ইসলামের পক্ষের লোকেরাই ক্ষমতায় আসবে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের ঘটনার পর আইনগত অগ্রগতি দেখা গেলেও রাজনৈতিক সংস্কৃতিতে এখনো ইতিবাচক কোনো পরিবর্তন আসেনি। বরং দেশের ভেতরে চাঁদাবাজি, সন্ত্রাস, রাজনৈতিক পরিচয়ে ধর্ষণসহ নানা অপরাধ বেড়ে চলেছে। রাজধানীর মিডফোর্ট হাসপাতালের সামনে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়াকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে মূল ঘটনাকে আড়াল করা হয়েছে। তার দাবি, এই ঘটনায় বিএনপির সম্পৃক্ততা তাদের নিজেদের বহিষ্কার সিদ্ধান্তেই প্রমাণিত হয়েছে। তাই দলটির উচিত দায় স্বীকার করে অপরাধীদের বিচারের আওতায় আনা।

চরমোনাই পীর বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে রেখেছে। এই প্রভাব কাটিয়ে উঠতে হলে রাজনৈতিক দলগুলোকে শালীন ও শিষ্টাচারপূর্ণ আচরণে ফিরে আসতে হবে। তার মতে, পিআর ভিত্তিক নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পথ খুলবে। এতে ক্ষমতা এককভাবে কেন্দ্রীভূত না হয়ে ভাগ হয়ে যাবে এবং রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পরিবেশ তৈরি হবে।

এছাড়া, তিনি ফেনীবাসীর দুর্ভোগ নিয়েও কথা বলেন। তিনি বলেন, নদীভাঙন, বন্যা ও পরিবেশগত সংকটে মানুষ চরম কষ্টে আছে। এই দুরবস্থা থেকে মুক্তি দিতে হলে টেকসই ও বিজ্ঞানসম্মত বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ও আধুনিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তার বক্তৃতায় উঠে আসে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা, জনদুর্ভোগ লাঘবের দাবি এবং আগামী নির্বাচনে ইসলামী শক্তির ভবিষ্যৎ ভূমিকা। তার ভাষ্য, ইসলামপন্থীদের ঐক্যই আগামী রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণ করবে এবং দেশকে নতুন পথে এগিয়ে নেবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি