close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে ইংল্যান্ডে মসজিদে ‘ওপেন ডে’ পালিত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
An “Open Day” was held at Masjid-e-Maryam in Middlesbrough, UK, where over 200 visitors joined open discussions to clear misconceptions and fears about Islam.

ইংল্যান্ডের মিডলসব্রো শহরের আকলামের মসজিদে মরিয়মে ইসলাম নিয়ে ভুল ধারণা ও ভয়ের অবসান ঘটাতে আয়োজন করা হয় ‘ওপেন ডে’। দুই শতাধিক দর্শনার্থী অংশ নিয়ে খোলামেলা আলোচনায় ইসলাম সম্পর্কে জানেন।

ইংল্যান্ডের মিডলসব্রো শহরের আকলামে অবস্থিত মসজিদে মরিয়মে ইসলাম সম্পর্কে ভুল ধারণা ও ভয় দূর করতে ‘ওপেন ডে’ পালন করা হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এই অনন্য উদ্যোগে অংশ নিয়েছেন দুই শতাধিক মানুষ, যাদের অনেকে জীবনে প্রথমবারের মতো কোনো মসজিদে প্রবেশ করেন।

এই আয়োজনে ইসলাম সম্পর্কে কৌতূহল, সংশয় বা ভয় থাকা ব্যক্তিদের জন্য মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের সুযোগ রাখা হয়। দর্শনার্থীরা সন্ত্রাসবাদ, ইসলামী বিধান এবং নারীর অধিকার নিয়ে নানা প্রশ্ন তোলেন, যার জবাবে ইসলামী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন মসজিদ কর্তৃপক্ষ।

মসজিদে মরিয়মের প্রতিনিধি জ্যাক মাহমুদ বলেন, “প্রায়ই ইসলামকে ভুলভাবে উপস্থাপন করা হয়। মানুষ যেন সরাসরি, ভয় ছাড়াই ইসলাম সম্পর্কে জানতে পারে এবং মুসলমানদের সঙ্গে আলাপ করতে পারে—এই লক্ষ্যেই আমাদের উদ্যোগ।”

তিনি আরও জানান, “প্রথমে অনেকেই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু আলোচনা শেষে আমরা সবাই একে অপরের সঙ্গে মুসাফাহা করেছি। এই যোগাযোগই ভুল ধারণা দূর করার প্রথম ধাপ।”

স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের নেতারাও এই আয়োজনের প্রশংসা করেছেন। মিডলসব্রো শহরের মেয়র ক্রিস কুক বলেন, “সাম্প্রতিক সময়ে ঘৃণা ও ভুল তথ্যের প্রবাহ বেড়ে গেছে। এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা ফিরিয়ে আনবে।”

উল্লেখ্য, গত বছর উদ্বোধন হওয়া মসজিদে মরিয়ম স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতেও এমন সংলাপভিত্তিক আয়োজন চালিয়ে যাবে, যেখানে বোঝাপড়া, সহনশীলতা ও শান্তিই হবে মূল বার্তা।

এই আয়োজন প্রমাণ করে—ইসলামের প্রকৃত শিক্ষা কখনো বিভেদ নয়, বরং বোঝাপড়া ও মানবতার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। ইসলামকে ভয় নয়, বোঝার সুযোগ দিতে এমন ‘ওপেন ডে’ হতে পারে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতির এক নতুন দ্বার।

Inga kommentarer hittades


News Card Generator