ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তিন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মাসুদ পারভেজের নেতৃত্বে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে অভিযান পরিচালনা করে পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সদস্য খোরশেদ আলীর পুত্র রিফাত আহমেদ খোকন (৩৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে এসআই উজ্জ্বল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে জিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামী উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের কসিম উদ্দিনের পুত্র রতন মিয়া (২৫) ও এসআই মনসুরের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী নান্দাইল উপজেলার ফুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রবিউল্লাহ এর পুত্র শাহ আলম রনি (৩৬) কে গ্রফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে একজন, জিআর মামলায় পরোয়ানাভুক্ত একজন ও নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার একজন মোট তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।