close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে পিএফজির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ 

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে সহিংসতা নিরসন ও শান্তিপূর্ণ ঈশ্বরগঞ্জ বিনির্মানের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সরিষা ইউনিয়নের মহেশপুর দাখিল মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিএফজির কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, পিএফজির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জামান, মহেশপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাদির, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ। 

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যের আলোকে বক্তরা ঈশ্বরগঞ্জে সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ সমাবেশে সরিষা ইউনিয়নে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে পিএফজির কর্মকান্ডের উপর সন্তোষ প্রকাশ করেন এবং সম্প্রীতি বজায় রাখতে এ ধরণের সমাবেশ গ্রাম পর্যায়ে করার আহবান জানান।

कोई टिप्पणी नहीं मिली