close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপভ্যান জব্দ

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে পৌর শহরের গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাবাহী একটি পিকআপভ্যান সহ তাদের আটক করা হয়। এ সময় গাঁজার ১৩টি প্যাকেট ও গাঁজাবাহী পিকআপটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, একটি পিকআপভ্যানে করে ভৈরব থেকে ময়মনসিংহে গাঁজার একটি বড় চালান আসছে। সে অনুযায়ী সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে আমরা ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান নিই। বেলা ১২টার দিকে সন্দেহভাজন পিকআপভ্যানটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং পরে গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ১৩টি প্যাকেট ভর্তি প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করি।"

অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়া সহ অন্যান্য সদস্যরা। মাদকবিরোধী এই সফল অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃতরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) ও লেদু মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৩)। তারা পেশাদার মাদক পরিবহনে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, "মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে।"

সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি বলেন, “মাদক সমাজের সবচেয়ে ভয়ংকর ব্যাধি। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আমরা সবাইকে অনুরোধ করবো, মাদকের তথ্য পেলে গোপনে আমাদের জানিয়ে সহায়তা করুন।”

Hiçbir yorum bulunamadı