close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইরানের পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার বোমা আছে শুধু যুক্তরাষ্ট্রে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফোরদোতে হামলা করার ক্ষমতা রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের— এমন তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।..

মধ্য ইরানে কওম শহরের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রে রয়েছে অগ্রবর্তী ঘূর্ণন যন্ত্র বা সেনট্রিফিউজ, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রটি ভূপৃষ্ঠের অন্তত ৮০ থেকে ৯০ মিটার গভীরে রয়েছে।

লেইটার বলেছেন, আকাশ থেকে যদি ফোরদোতে হামলা করতেই হয়, তাহলে যে বোমা দরকার সেটা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। তবে এটা

 সম্পূর্ণ নির্ভর করে ওয়াশিংটন চায় কি না। বিশেষজ্ঞরা বলছেন, একটা হামলায় সম্পূর্ণ কেন্দ্রটি নিশ্চিহ্ন করা অনিশ্চিত। সামরিক বিশেষজ্ঞ পিটার লেটন ও সিএনএনের বিশেষজ্ঞ সেডরিক লেইঘটন বলেন, পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে অনেকবার হামলা চালাতে হতে পারে।

ইরানের পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার বোমা আছে শুধু যুক্তরাষ্ট্রে লেইটার আরও বলেছেন, ফোরদোকে ঘায়েল করার আরও পথ রয়েছে। অন্যদিকে তিনি আরও আভাস দিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে একটা বড় ধরনের অভিযান হতে পারে। ধুলো থিতু হলে সবাই বিস্মিত হতে পারে।

লেবাননে সেপ্টেম্বর মাসে হিজবুল্লাহকে লক্ষ্য করে যে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে তিনি বলেন, বিপক্ষকে আরও বড় আঘাত দেওয়া হতে পারে।সেই হামলায় ওয়াকিটকিতে ও পেজারে বিস্ফোরক লুকানো ছিল, যা বিস্ফোরিত হলে অন্তত ৩৭ জন নিহত হন ও প্রায় ৩ হাজার মানুষ আহত হন—যাদের অনেকেই বেসামরিক।

Geen reacties gevonden


News Card Generator