ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “গত এক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর বেশিরভাগই আকাশেই ধ্বংস করা হয়। কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ দাবি করেছে, তেহরানের ভেতরে একাধিক কার বোমা বিস্ফোরণ ঘটেছে, যার পেছনে ইসরায়েল-সম্পৃক্ত নাশকতাকারীরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান থেকে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে।
এই পাল্টাপাল্টি হামলা ও দাবির মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশই তাদের নিজ নিজ অবস্থানে অনড়, আর আন্তর্জাতিক পর্যায়ে চলছে উদ্বেগ আর আলোচনা।