close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইঞ্জুরি কাটিয়ে ফিরলেও এবার করোনা আক্রান্ত নেইমার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নানান ধরণের বাধা যেন পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। ক্যারিয়ারে একের পর এক চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। এবার ইনজুরি নয়, করোনা ভাইরাস নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে তার জন্য।..

সান্তোস ক্লাব নিশ্চিত করেছে, কোভিড-১৯ পজিটিভ হয়েছেন নেইমার। এর ফলে ফের কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। গত বৃহস্পতিবার (৫ জুন) পরীক্ষার পর তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই আইসোলেশনে রয়েছেন তিনি।

সান্তোস ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, "গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে ভাইরাল উপসর্গ দেখা দিলে নেইমারকে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার পর কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই তিনি সব ধরনের ক্লাব কার্যক্রম থেকে বিরত আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।"

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর সৌদি ক্লাব আল হিলাল হয়ে নিজ দেশের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। কিন্তু ফর্ম ও ফিটনেস কিছুতেই ফিরে পাচ্ছেন না তিনি। ইনজুরি এবং ফিটনেস ঘাটতির কারণে জানুয়ারিতে যোগ দেওয়ার পর থেকে মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন।

তবে এবারের করোনা আক্রান্ত হলেও দলের ম্যাচে তার অনুপস্থিতি তেমন প্রভাব ফেলবে না। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় আগামী শুক্রবার (১৩ জুন) ফোর্তালেজার বিপক্ষে এমনিতেই নিষিদ্ধ ছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞার সময়টা কাজে লাগিয়ে বিশ্রামেই কাটাবেন নেইমার।

সবকিছু ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপের পর পালমেইরাসের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

نظری یافت نشد