close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইংল্যান্ডে দলের সাথে আবারো যোগ দিচ্ছেন ভারতের কোচ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের মা। মায়ের অসুস্থতার খবর পেয়ে ইংল্যান্ড সফররত দল ছেড়ে দেশে ফিরেছিলেন গম্ভীর।..

তবে মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আবারও দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার (আজ) ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন গম্ভীর। সেখানে লন্ডনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এরপর পুরো দল মঙ্গলবার হেডিংলির পথে রওনা দেবে।

উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ, যেটি নামকরণ করা হয়েছে "অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি" নামে। এই গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগেই মায়ের পাশে থেকে আবার দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের কোচ। গম্ভীরের মায়ের অবস্থা এখন আগের তুলনায় স্থিতিশীল হলেও, এখনও তিনি আইসিইউতে আছেন বলে জানা গেছে।

Inga kommentarer hittades