close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইমরান খানকে বানিগালায় স্থানান্তর: পিটিআইয়ের আনুষ্ঠানিক আবেদনের অপেক্ষায় সরকার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Pakistani Minister Dr. Tariq Fazal Chaudhry stated that the government is ready to transfer imprisoned PTI leader Imran Khan from Adiala Jail to his Bani Gala residence if the party formally submits a..

পিটিআই আনুষ্ঠানিকভাবে আবেদন করলে কারাবন্দি নেতা ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে তার নিজ বাড়ি বানিগালা রেসিডেন্সে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী।

পাকিস্তানের কারাবন্দি নেতা এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে তার নিজ বাসভবন বানিগালা রেসিডেন্সে স্থানান্তরের সরকারি প্রস্তাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা শুরু হয়েছে। বুধবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, যদি পিটিআই আনুষ্ঠানিকভাবে আবেদন করে, তবে ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে বানিগালায় স্থানান্তর করা হতে পারে।

মন্ত্রী চৌধুরী বলেন, বর্তমানে ইমরান খান কোনো বাধা ছাড়াই জেলে তার পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তবে সাক্ষাৎ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা সরকার পর্যালোচনা করবে। তিনি জোর দিয়ে বলেন, পিটিআই আবেদন করলে সরকার তাকে বানিগালায় স্থানান্তর করতে প্রস্তুত। স্থানান্তর করা হলে তিনি সেখানে মানুষের সঙ্গে দেখা করতে পারবেন এবং যা ইচ্ছা করতে পারবেন। সরকারের পক্ষ থেকে পিটিআই প্রতিষ্ঠাতা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করুক, এমনটাই চাওয়া হচ্ছে।

এদিকে, পিটিআই এবং ইমরানের পরিবারের অভিযোগ, কারাগার কর্তৃপক্ষ বারবার ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে সাক্ষাৎ বাধাগ্রস্ত করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) বৃহস্পতিবার আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সপ্তাহে দুইবার সাক্ষাতের অনুমতি সংক্রান্ত আদালতের আগের আদেশ বাস্তবায়ন করতে।

চৌধুরী আরও জানান, বর্তমানে কারাগারে ইমরান খানের জন্য ফার্স্ট-ক্লাস মানের ব্যায়াম সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে সরকারি এই সুবিধার প্রস্তাব সত্ত্বেও পিটিআই নেতাকে তার নিজ বাসভবনে স্থানান্তরের বিষয়টি এখন নির্ভর করছে পিটিআইয়ের আনুষ্ঠানিক আবেদনের ওপর। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সরকারের এই প্রস্তাব পিটিআইয়ের প্রতি একটি নমনীয় অবস্থান প্রদর্শন করছে, যদিও সাক্ষাতের অনুমতি নিয়ে আইনি জটিলতা এখনও বিদ্যমান।

Inga kommentarer hittades


News Card Generator