close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইমামের চাকরি দেওয়ার নামে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে আটক ..

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার  দায়ে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ..

 

 

শুক্রবার রাতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। তোফাজ্জল হোসেন জেলার সদর উপজেলার মাদারগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা। 

সেনাবাহিনী জানিয়েছে, ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকা দাবি করে। তিনি নয় হাজার ৫'শ টাকা প্রদান করেন। পরে চাকরি দিবে দিবে বলে সময় অতিবাহিত করলে সন্দেহ হয় জাকির হোসেনের। এদিকে চাকরির বিজ্ঞপ্তিও হাতে না পাওয়ার কারণে গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বিষয়টি অবগত করলে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। 

সেনাবাহিনী আটকের পর তোফাজ্জল হোসেন চাকরি দেওয়ার নামে টাকা গ্রহণে করে প্রতারণামূলক কাজ করেছেন বলে স্বীকার করেন।পরে তাকে সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, তোফাজ্জল হোসেনের নামে প্রতারণার মামলা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

ঠাকুরগাঁও অস্থায়ী সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে, প্রতারণাসহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। অপরাধ দমনে ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা চান তারা।

Nenhum comentário encontrado


News Card Generator