ঈদুল আজহা উপলক্ষে বুস্তানুল কুরআন মাদ্রাসার বিশেষ বার্তাবুস্তানুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও বার্তা প্রদান করা হয়েছে।পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য একটি বিশেষ দিন, যা ত্যাগ ও আত্মনিবেদনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষা দেয়। এই উপলক্ষে কক্সবাজারের বিখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বুস্তানুল কুরআন মাদ্রাসা দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জুবাইর আল মাহমুদ বলেন, 'ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস কুরবানি করতে প্রস্তুত থাকা। হযরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.) আমাদের এমন এক ত্যাগের অনন্য দৃষ্টান্ত উপহার দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আদর্শ হয়ে থাকবে।'তিনি আরও বলেন, 'আমরা যেন এই ঈদে কেবল পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ না থাকি, বরং নিজেদের নফস, অহংকার, হিংসা ও গুনাহ থেকেও মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি। কুরবানির মাধ্যমে শুধু একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি লাভ করেন না, বরং সমাজে দরিদ্র-অসহায় মানুষের মুখেও হাসি ফোটে। তাই ঈদের আনন্দ যেন গরিব-দুঃখীর সাথে ভাগাভাগি হয়—এটাই ইসলামের প্রকৃত শিক্ষা।'মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হোসাইন সাহেব দা.বা. এবং সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা সাহেব সহ সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও জানানো হয়েছে দোয়া ও শুভকামনা। 'আল্লাহ তায়ালা যেন আমাদের কুরবানি কবুল করেন, ঈদের আনন্দ হালাল ও পবিত্রভাবে উপভোগ করার তাওফিক দেন এবং পুরো মুসলিম জাহানকে শান্তি, ঐক্য ও বরকত দ্বারা ভরে দেন।'ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে খুতবা, কুরআন তিলাওয়াত ও ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজনের কথাও জানানো হয়। মাওলানা জুবাইর আল মাহমুদ বলেন, 'আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমল ও কুরবানি কবুল করুন।' এই শুভদিনে মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানানো হয় ঈদ মোবারক! 🌸 تقبل الله منا ومنكم صالح الأعمال 🌸ট্যাগস: ঈদুল আজহা, ধর্ম, কুরবানি, কক্সবাজার, ইসলাম
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ঈদুল আজহা উপলক্ষে বুস্তানুল কুরআন মাদ্রাসার বিশেষ বার্তাবুস্তানুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও বার্তা প্রদান..


Inga kommentarer hittades