ঈদ এলে যেন যাত্রীদের কষ্ট বাড়ানোই নিয়ম হয়ে দাঁড়ায় লক্ষ্মীপুরে। সিএনজি, অটো ও রিকশা চালকরা তিন থেকে চারগুণ পর্যন্ত ভাড়া দাবি করছে ইচ্ছেমতো। যাত্রীদের নাভিশ্বাস উঠলেও নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বাসিন্দারা বলছেন, এই ভাড়া নৈরাজ্য এখনই রোধ না করলে ভোগান্তি আরও বাড়বে।
Không có bình luận nào được tìm thấy



















