close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঈদ উপলক্ষে ঈদ সালামি আদায় কমিটি গঠিত

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
****

মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ

সম্মিলিত ঐক্যবদ্ধভাবে প্রতিটি ঘরে সালাম বিনিময় শেষে সালামি আদায় নিশ্চিত করতে এক বিশেষ কমিটি গঠন করা হয়। সম্মিলিত ঈদ সালামি আদায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাহেদুল আলম তোশার উপস্থিতিতে সহ-সভাপতি মোঃ বাবু, সেক্রেটারী হিসেবে মোঃ হাছান, অর্থ সম্পাদক হিসেবে সালাউদ্দীন মুন্নাকে নির্বাচিত করা হয়। সদস্য মোঃ দাউদ, মোঃ দৌলত, মোঃ আসিফ, মোঃ সৌরভ, মোঃ রাফি উপস্থিত ছিলেন। সম্মিলিত ঈদ সালামী আদায় ঐক্য পরিষদের ফান্ডে মোট ২,৪০০ টাকা সংগ্রহ হয়। নতুন বাড়ী ও পুরাতন বাড়ী সালাম বিনিময় শেষে সমানভাবে ৯ জন সদস্যকে সালামি পরিশোধ করা হয়। সম্মিলিত ঈদ সালামি আদায় ঐক্য পরিষদ সভায় মোঃ তামিম, মোঃ আয়াত, মোঃ শাফায়াতকে সর্বসম্মতিক্রমে অস্থায়ী সদস্য হিসেবে মনোনিত করা হয়। আগামী বছর ঈদের দিন তাদের স্থায়ী সদস্য হিসেবে ঐক্য পরিষদে যুক্ত করা হবে।

No se encontraron comentarios


News Card Generator