close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোর্শেদ আলম:  মেদুয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন" দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তৃণমূলই বিএনপির প্রাণ, আর সেই প্রাণকে সচল রাখতেই এই শুভেচ্ছা ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন" দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তৃণমূলই বিএনপির প্রাণ, আর সেই প্রাণকে সচল রাখতেই এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন।"

ঐতিহ্যবাহী ২ নম্বর মেদুয়ারি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ঈদ-উল-আযহার পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্র ও যুবনেতা জনাব সালাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন।
তারা সকলেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উপস্থিত নেতা-কর্মীরা দলীয় নেতৃত্বের প্রতি আস্থা ও আনুগত্য প্রকাশ করে, ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন।

আয়োজকরা জানান, ঈদের এই শুভ মুহূর্তে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও দলীয় ঐক্য আরও দৃঢ় করতেই এই আয়োজন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator