ইবি ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
****

 

ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। রবিবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে হবে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আমি সেটি যথাযথ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া, এবং আমি নিয়মতান্ত্রিক উপায়ে এর জবাব দেবো।

No comments found


News Card Generator