close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: ইভটিজিং একটি নিকৃষ্ট কাজ, সমাজের আবর্জনা: মাহমুদুল হাসান বাবু..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ছাত্রদলের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা যুব সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। মাহমুদুল হাসান বাবু জানান, নারী নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল সবসময় সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ইভটিজিং বা নারীদের উত্ত্যক্ত করা একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই অপরাধের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু। এক বিবৃতিতে তিনি বলেন, “ইভটিজিং একটি নিকৃষ্ট কাজ, যারা ইভটিজিং করে তারা সমাজের আবর্জনা।”

তিনি আরও বলেন, “ইভটিজিংকে ‘না’ বলুন। যারা ইভটিজিং করে তাদের প্রতিহত করুন এবং প্রয়োজনে পুলিশে কল করুন। ছাত্রদল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।”

ছাত্রদলের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা যুব সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। মাহমুদুল হাসান বাবু জানান, নারী নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল সবসময় সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানায়।

তিনি আরও বলেন, “এটা শুধু মেয়েদের সমস্যা নয়, বরং পুরো সমাজের সমস্যা। সমাজ থেকে এই কুপ্রথা দূর করতে হলে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। পরিবারের শিক্ষা, সামাজিক সচেতনতা এবং তরুণদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

এই উদ্যোগের অংশ হিসেবে ভালুকা উপজেলা ছাত্রদল বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনাসভা আয়োজনের পরিকল্পনা করছে বলেও তিনি জানান।

ইভটিজিংয়ের বিরুদ্ধে এমন সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। মাহমুদুল হাসান বাবুর বক্তব্য প্রমাণ করে, ছাত্রসমাজ সচেতন এবং পরিবর্তনের অগ্রভাগে রয়েছে।

Geen reacties gevonden


News Card Generator