ইয়ামাল কি তাহলে ১০ নাম্বার জার্সি পেতেই যাচ্ছেন?

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নিশ্চিত ঘোষণা আসেনি এখনও, তবে ইঙ্গিত মিলেছে বহু আগেই। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গিয়েছিল, আগামী মৌসুমে লামিনে ইয়ামালের গায়ে উঠতে যাচ্ছে বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি..

মেসির রেখে যাওয়া এই জার্সিটি নিয়ে আলোচনার শুরু বেশ আগে হলেও, সম্প্রতি ইয়ামালের একটি ইনস্টাগ্রাম স্টোরি যেন জল্পনার আগুনে ঘি ঢেলেছে।

স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন এই উঠতি তারকা। প্রথমটিতে বার্সার ১০ নম্বর জার্সিতে দেখা গেছে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে, আর দ্বিতীয়টিতে নিজের একটি ছবি, যেখানে তাঁর পরনে বার্সার ১৯ নম্বর জার্সি। ক্যাপশনে ইয়ামালের লেখা— ‘আমার নম্বর, আমার ইতিহাস।’ যেন স্পষ্ট বার্তা— বিদায় ১৯, স্বাগত ১০!

মেসি যখন ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন, তখন থেকেই প্রশ্ন ছিল— কে হবে ১০ নম্বরের উত্তরসূরি? প্রথম সুযোগটা পেয়েছিলেন আনসু ফাতি। প্রতিভায় আশাজাগানিয়া হলেও ইনজুরি ও ফর্মহীনতা তাঁকে পিছু টানে। ধারে খেলে এসেছেন বায়ার্ন মিউনিখ ও ব্রাইটনে, এখন আবার শোনা যাচ্ছে, হয়তো পাড়ি জমাবেন ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে। এই প্রেক্ষাপটে অনেকটাই পরিষ্কার— ১০ নম্বর জার্সি এবার ইয়ামালের হাতেই উঠতে যাচ্ছে।

এই জার্সি শুধুই একটি নম্বর নয়— বার্সার ইতিহাসের গৌরবময় এক প্রতীক। রিভালদো, রোমারিও, রিকেলমে, রোনালদিনিওর মতো কিংবদন্তিরা পরেছেন এই জার্সি, তবে এর মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। এবার সেই ধারা এগিয়ে নিতে যাচ্ছেন ১৬ বছরের বিস্ময় বালক ইয়ামাল।

জানা গেছে, শিগগিরই বার্সেলোনা উন্মোচন করবে তাদের নতুন মৌসুমের জার্সি। সেখানেই প্রথমবারের মতো ইয়ামালকে ১০ নম্বরে দেখা যেতে পারে। অনেকেই মনে করছেন, ১৮ জুলাই নিজের ১৭তম জন্মদিনে এই ঘোষণা আসতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা যতটুকুই থাকুক না কেন, ফুটবলপ্রেমীদের জন্য ইয়ামালকে ১০ নম্বরে দেখাটা এখন কেবল সময়ের ব্যাপার।

No comments found